উত্তরদিনাজপুর

আন্তর্জাতিক গনিত প্রতিযোগিতায় দেশের সেরা রায়গঞ্জের নবম শ্রেনীর ছাত্র স্বপ্রভ দে

আন্তর্জাতিক গনিত প্রতিযোগিতায় দেশের সেরা স্থান অধিকার করল রায়গঞ্জের ইংরেজি মাধ্যমের নবম শ্রেনীর ছাত্র স্বপ্রভ দে। পুরষ্কার হিসেবে ওই ছাত্রের হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি নাসায় শিক্ষা মূলক ভ্রমনের সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী দিনে স্বপ্রভ-র স্বপ্ন বিজ্ঞানী হয়ে নাসায় যোগ দেওয়া। যদিও স্বপ্রভ-র এই সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবারের সদস্যরা। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার শিক্ষা মহল।

ভৌতবিজ্ঞানের শিক্ষিকা তথা স্বপ্রভর ঠাকুমা প্রতিমা দেবী একদিন তার স্কুলের ছাত্রদের পড়াতে গিয়ে আলোর অধ্যায়ে " স্বপ্রভ " শব্দটি তার খুব মনে ধরেছিল। তাই তিনি তার নাতির নাম রেখেছিলেন স্বপ্রভ। আর আজ সেই স্বপ্রভ সত্যিই তার প্রভা ছড়িয়ে আলোকিত করছে জগৎ বাসীদের। রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারী সঞ্জীব দে ও কম্পিউটার সায়েন্স এর শিক্ষিকা মা জয়তী লাহিড়ীর ছেলে স্বপ্রভ, সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেনীর ছাত্র। বিগত দিনে স্বপ্রভ গনিত বিষয়ের প্রতিযোগিতায় ভারতবর্ষের সেরা স্থান লাভ করে। সিলভার জোন ফাউন্ডেশনের উদ্যোগে দিল্লীতে আয়োজিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ম্যাথেম্যেটিক্স প্রতিযোগিতায় সারা দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান দখল করে, বাংলার প্রত্যন্ত শহর রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেনীর ছাত্র স্বপ্রভ দে। তার এই সাফল্যের স্বীকৃতি দিয়ে তাকে নাসায় শিক্ষামূলক ভ্রমনের জন্য আহবান জানিয়েছে " সিলভার জোন ফাউন্ডেশন" নামক স্বেচ্ছাসেবী সংস্থা। একদিকে এই সাফল্য অন্যদিকে নাসা ভ্রমণের সুযোগ। এই দুই সাফল্যে খুশী স্বপ্রভ সহ তার পরিবারের লোকজন। 

এই সাফল্যে স্বপ্রভ সাফল্যের বিবরন দিয়ে বলে তার বড় হয়ে সাইনটিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে।

এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে স্বপ্রভর মা জয়তী লাহিড়ী বলেন, ছেলের ছোট বেলা থেকেই অঙ্ক ও বিঞ্জানে আগ্রহ ছিল। আর এই নিয়েই আমরা সকলে তাকে যথা সাধ্য সাহায্য করার চেষ্টা করি। তবে ছেলের ইচ্ছে, নিজে বড় হয়ে সাইনটিস্ট হবে। 

বাবা সঞ্জীব দে জানালেন, ছোট থেকে ফিজিক্স আর ম্যাথেমেটিক্সের দিকেই ঝোঁক স্বপ্রভর। প্রথম ধাপে গনিত প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের দেশব্যাপী প্রতিযোগিতাতেও দেশের মধ্যে প্রথম স্থান দখল করে। তৃতীয় পর্যায়ে গত ৭ মে দিল্লীতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথেমেটিক্স ফাইনাল লেভেল প্রতিযোগিতাতেও স্বপ্রভ দেশের সেরার শিরোপা অর্জন করেছে। তার এই সাফল্যে খুশী সকলেই। আমেরিকার নাসা বিজ্ঞান কেন্দ্রে শিক্ষামূলক ভ্রমনের সুযোগ পেয়েছে সে। কিন্তু তার লক্ষ্য শিক্ষামূলক ভ্রমনের জন্য নাসায় যাওয়া নয় ভবিষ্যতে একজন বিজ্ঞানী হিসেবে নাসায় পদার্পন করা।